চীনের কোভিড-১৯ প্রতিরোধকাজের নেতৃস্থানীয় দলের সভায় সভাপতিত্ব করেছেন দেশের প্রধানমন্ত্রী
  2020-04-10 17:10:30  cri

এপ্রিল ১০: চীনের কোভিড-১৯ প্রতিরোধকাজের নেতৃস্থানীয় দলের সভায় সভাপতিত্ব করেছেন দেশের প্রধানমন্ত্রী ও এ কর্মদলের প্রধান লি খ্য ছিয়াং।

সভায় বলা হয়, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের সভাপতিত্বে সিপিসি'র স্থায়ী কমিটির বৈঠকের সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসারে বিদেশ থেকে মহামারী দেশে ছড়িয়ে পড়া ঠেকাতে ব্যবস্থা জোরদার করা এবং দেশে পুনরায় মহামারীর বৃদ্ধি ঠেকানোর ব্যবস্থা আরো উন্নত করা হবে। পাশাপাশি, সার্বিকভাবে শিল্পপ্রতিষ্ঠানের উৎপাদন পুনরুদ্ধার এগিয়ে নেওয়া হবে, উত্পাদন ও জীবনের শৃঙ্খলা দ্রুত পুনরুদ্ধার করা হবে।

সভায় বলা হয়, কোভিড-১৯ প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করা হবে। নিজের সক্ষমতার আওতায় অব্যাহতভাবে সংশ্লিষ্ট দেশগুলোকে প্রতিরোধে সাহায্য দেওয়া হবে। সংশ্লিষ্ট দেশগুলোকে প্রতিরোধসামগ্রী কেনার ক্ষেত্রে বিভিন্ন সুযোগসুবিধা দেওয়া হবে। পাশাপাশি রপ্তানিকৃত পণ্যের গুনগত মান তত্তাবধান জোরদার করার কথাও বলা হয়।

চীনের কোভিড-১৯ প্রতিরোধকাজের নেতৃস্থানীয় দলের উপপ্রধান ওয়াং হু নিং-সহ অন্যান্য সদস্য এ সময় উপস্থিত ছিলেন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040