চীনের মাস্ক বাজার বিশৃঙ্খল, বললেন ফিনল্যান্ডের কর্মকর্তা; তদন্তের আগে মন্তব্য নয়—চীনের জবাব
  2020-04-10 14:49:47  cri
এপ্রিল ১০: সম্প্রতি ফিনল্যান্ডের সরকারি কর্মকর্তা 'চীনের মাস্ক বাজার বিশৃঙ্খল' বলে মন্তব্য করেন। এ সম্পর্কে চীনা মুখপাত্র বলেন, তদন্ত করার আগে মন্তব্য করা উচিত নয়।

ফিনল্যান্ডের সরকারি কর্মকর্তা বলেন, তারা কুয়াংচৌ থেকে ২০ লাখ মাস্ক কিনেছিলেন। কিন্তু, সেগুলো হাসপাতালে ব্যবহারের অনুপযোগী। এ অবস্থায় 'চীনের মাস্ক বাজার বিশৃঙ্খল' বলে অভিযোগ করেন তিনি।

এ সম্পর্কে চীনা মুখপাত্র চাও লি চিয়ান গতকাল (বৃহস্পতিবার) বেইজিংয়ে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে বলেন, চীনের প্রাথমিক তদন্ত অনুযায়ী, ফিনল্যান্ড নিজস্ব এজেন্সির মাধ্যমে মাস্ক কিনেছিল এবং চীনের কাস্টমসে 'চিকিৎসা কার্যক্রমের বাইরে ব্যবহারের জন্য' রপ্তানির আবেদন করেছিল। এ সম্পর্কে চীন আরো বিস্তারিত তদন্ত করবে। তবে চীন মনে করে, তদন্ত করার আগে মন্তব্য না করাই ভালো।

তিনি আরও বলেন, বর্তমানে সারা বিশ্বে মাস্কের চাহিদা বাড়ছে। চীনা কারখানাগুলো ওভারটাইম কাজ করে উৎপাদনের চেষ্টা করছে। সম্প্রতি মাস্কসহ ভাইরাস প্রতিরোধসামগ্রীর গুণগতমান নিয়ন্ত্রণে চীন আরও কঠোর নিয়ম আরোপ করেছে। রপ্তানিকারক কোম্পানিকেও সংশ্লিষ্ট মানদণ্ড মেনে উৎপাদনের দলিলপত্র কাস্টমসকে দেখানোর নির্দেশ দিয়েছে। (স্বর্ণা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040