চীন-আরব লিগ চিকিৎসা বিশেষজ্ঞদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত
  2020-04-10 14:42:46  cri
এপ্রিল ১০: চীন ও আরব লিগ সদস্য দেশের সঙ্গে গতকাল (বৃহস্পতিবার) প্রথমবার কোভিড-১৯-সংক্রান্ত বিশেষজ্ঞদের ভিডিও কনফারেন্স অনুষ্ঠিত হয়।

চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়, স্বাস্থ্য কমিটি, বিজ্ঞান মন্ত্রণালয় ও রোগ নিয়ন্ত্রণ কেন্দ্রের সংশ্লিষ্ট বিভাগের দায়িত্বশীল ব্যক্তি ও বিশেষজ্ঞরা আরব লিগের ১৪টি সদস্য দেশের সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা ও চিকিৎসা বিশেষজ্ঞরা এতে অংশ নেন।

সম্মেলনে চীনা বিশেষজ্ঞরা কোভিড-১৯ রোগ সনাক্তকরণ, প্রতিরোধ ও চিকিৎসাসংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়ে নিজেদের অভিজ্ঞতা তুলে ধরেন; দু'পক্ষ বিস্তারিত মতবিনিময় করে।

আরব লিগের সচিবালয় চীনকে এ সম্মেলন আয়োজনের জন্য ধন্যবাদ জানায়। এ উদ্যোগ সারা বিশ্বে যৌথভাবে ভাইরাস প্রতিরোধে খুব গুরুত্বপূর্ণ বলে তারা মনে করে।

(স্বর্ণা/তৌহিদ/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040