বিভিন্ন দেশের জনগণের জীবন ও স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন চীনা প্রতিনিধি
  2020-04-10 11:09:07  cri
এপ্রিল ১০: গতকাল (বৃহস্পতিবার) জাতিসংঘ মানবাধিকার পরিষদে কোভিড-১৯ রোগে মানবাধিকারের ওপর প্রভাব নিয়ে অনলাইন সম্মেলন অনুষ্ঠিত হয়। জাতিসংঘের জেনিভা কার্যালয়ে চীনের স্থায়ী প্রতিনিধি চেন স্যু বিভিন্ন পক্ষকে যৌথভাবে জনগণের জীবন ও স্বাস্থ্যের অধিকার নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন।

ছেন স্যু বলেন, বর্তমানে কোভিড-১৯ গোটা বিশ্বে ছড়িয়ে পড়েছে। তা জনগণের জীবনের নিরাপত্তা ও স্বাস্থ্যের ওপর বিরাট হুমকি সৃষ্টি করেছে। আন্তর্জাতিক সমাজের উচিত সহযোগিতা জোরদার করে যৌথভাবে ভাইরাস প্রতিরোধ করা।

সম্মেলনে ছেন স্যু চীনের প্রস্তাব তুলে ধরেন। তিনি বলেন, বিভিন্ন দেশের উচিত জনগণের জীবন ও স্বাস্থ্যকে সর্বাগ্রে রাখা। ভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা বাড়ানো। পাশাপাশি, বিভিন্ন দেশের উচিত জনগণের জীবন এবং অর্থনীতি, সমাজ, সংস্কৃতি ও উন্নয়নের অধিকার নিশ্চিত করা। নারী, শিশু, প্রতিবন্ধী মানুষ ও অভিবাসীদের অধিকার রক্ষা করা উচিত। সবশেষে তিনি বলেন, যৌথভাবে ভিত্তিহীন অভিযোগ ও মিথ্যাচারের বিরোধিতা করা উচিত।

(ছাই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040