এপ্রিল ৯ : জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরহিস বুধবার এক বিবৃতিতে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি সমর্থন জানান। তিনি বলেন, আমি মনে করি, হু-কে সমর্থন দিতে হবে। এটি বিশ্বব্যাপী কোভিড-১৯ প্রতিরোধে অনেক গুরুত্বপূর্ণ। এখন ঐক্যের সময়; আন্তর্জাতিক সমাজ ঐক্যবদ্ধভাবে ভাইরাস প্রতিরোধ করবে বলে আশা করেন তিনি।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আজ (বৃহস্পতিবার) হোয়াইট হাউসে প্রেস ব্রিফিংয়ে হু'র বিরুদ্ধে অভিযোগ করেন। তিনি বিশ্ব স্বাস্থ্য সংস্থায় মার্কিন আর্থিক ফি বাতিল করবেন বলে উল্লেখ করেন। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও হু'র বিরুদ্ধে অভিযোগ করে বলেন, হু তার দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করে নি। জবাবে জাতিসংঘ ও আফ্রিকান ইউনিয়ন বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সমর্থন দেওয়ার কথা জানায় এবং গোটা বিশ্বকে ঐক্যবদ্ধভাবে কোভিড-১৯ প্রতিরোধের আহ্বান জানায়।
উল্লেখ্য, হু'র মহাপরিচালক তেদ্রোস আধানম গত মঙ্গলবার বলেন, কোভিড-১৯ নিয়ে রাজনীতিকরণ বন্ধ করা উচিত।
(আকাশ/তৌহিদ/রুবি)