রাজধানী ঢাকার ৫৮ এলাকা লকডাউনে, বিচ্ছিন্ন ৭ জেলা
  2020-04-09 20:13:54  cri

রাজধানী ঢাকায় করোনা সংক্রমণ বেশি হওয়ায় ৫৮টি এলাকা লকডাউন করা হয়েছে। আর সবশেষ জামালপুরসহ বিচ্ছিন্ন করা হয়েছে ৭টি জেলা।

রাজধানীতে প্রথম সংক্রমণ শনাক্ত হওয়ার পর মিরপুরের টোলারবাগ বিচ্ছিন্ন করা হয়। পরে সংক্রমণ শনাক্ত হলে একে একে মোহাম্মদপুর, আদাবর, সোয়ারিঘাট, লালবাগ, উর্দু রোড, খাজি দেওয়ান, বুয়েটের ঢাকেশ্বরী টিচার্স কোয়ার্টার, পল্টন, যাত্রাবাড়ি, বাসাবো, বাড্ডা, বসুন্ধরা এলাকার বিভিন্ন জায়গা লকডাউন করা হয়। সবশেষ শেরে বাংলা নগরে একটি বস্তি বিচ্ছিন্ন করা হয়।

এদিকে ঢাকার বাইরে, নারায়ণগঞ্জ, পিরোজপুর, সাতক্ষীরা, নরসিংদী, টাঙ্গাইল, জামালপুর ও খুলনাকে বিচ্ছিন্ন করা হয়েছে। এ সব জেলা থেকে কাউকে বের হতে বা ঢুকতে দিচ্ছে না প্রশাসন।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040