কোভিড-১৯ প্রতিরোধ ও আন্তর্জাতিক সহযোগিতার তথ্য জাতিসংঘকে জানিয়েছে চীন
  2020-04-09 20:08:01  cri

এপ্রিল ৯: জাতিসংঘে নিযুক্ত চীনের স্থায়ী প্রতিনিধি চাং চুন গতকাল (বুধবার) এক চিঠিতে কোভিড-১৯ প্রতিরোধে চীনের ভূমিকা ও আন্তর্জাতিক সহযোগিতার তথ্য জাতিসংঘ মহাসচিব ও বিভিন্ন দেশের প্রতিনিধিদের জানিয়েছেন।

চিঠিতে বলা হয়, প্রেসিডেন্ট সি চিন পিংয়ের নেতৃত্ব ও নির্দেশনায় চীন সরকার সার্বিক, কঠোর প্রতিরোধক ব্যবস্থা নিয়েছে। চীনের প্রতিরোধ পদ্ধতির কার্যকারিতা প্রমাণিত হয়েছে। চীন সারা দেশের ৪২,৬০০জন চিকিৎসককে হুপেই প্রদেশে পাঠিয়েছে। এ ছাড়া, ১০ দিনের মধ্যে দুটি বিশেষায়িত হাসপাতাল তৈরি করেছে এবং উহানে মোট ১৬টি অস্থায়ী হাসপাতাল স্থাপন করেছিল। এরপর ১৮ এপ্রিল চীনের মূল-ভূখণ্ডে নতুন রোগীর সংখ্যা শূন্যে নেমে আসে। সিপিসি ও চীন সরকারের নেতৃত্বে চীনের জনগণ ঐক্যবদ্ধভাবে ৮৩ দিনে বিপুল ক্ষয়ক্ষতি ও ত্যাগের মাধ্যমে কোভিড-১৯ প্রতিরোধে গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে।

চিঠিতে আরও বলা হয়, আন্তর্জাতিক অঙ্গনে ভাইরাস প্রতিরোধে চীন বিপুল অবদান রেখেছে। ৩১ মার্চ পর্যন্ত চীন সরকার ১২০টি দেশ ও ৪টি আন্তর্জাতিক সংস্থাকে এন৯৫ মাস্ক, পিপিই, টেস্ট কিট, ভেন্টিলেটর-সহ নানা সহায়তা দিয়েছে। ৭ এপ্রিল পর্যন্ত চীন ইতালি, সার্বিয়া, কম্বোডিয়া, পাকিস্তান, ইরান, ইরাক, লাওস, ভেনিজুয়েলা, ফিলিপিন্স-সহ ৯টি দেশে ১১টি চিকিৎসকদল পাঠিয়েছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040