এপ্রিল ৯: গতকাল (বুধবার) চীনের হুপেই প্রদেশ ও উহান শহর থেকে দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। উহান শহরের পরিবহন ব্যুরো জানায়, যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এদিন যাত্রীসংখ্যা ছিল ৬ লাখ ২০ হাজারের বেশি। এখন শহরের যাতায়াত খাতে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় আছে।
উল্লেখ্য, এদিন উহান শহরে ৩৪৬টি বাসের রুট, ৭টি সাবওয়ে লাইন ও ট্যাক্সি চলাচল শুরু হয়।
গণপরিবহন পনুরুদ্ধারের পাশাপাশি, যাত্রীদের শরীরের তাপমাত্রা যাচাই, মাস্ক পরাসহ ধারাবাহিক পদক্ষেপও নেওয়া হয়েছে।
(আকাশ/তৌহিদ/রুবি)