উহান শহরে যাতায়াত শুরুর প্রথম দিনে যাত্রীসংখ্যা ৬.২ লাখ ছাড়িয়েছে
  2020-04-09 20:05:58  cri

এপ্রিল ৯: গতকাল (বুধবার) চীনের হুপেই প্রদেশ ও উহান শহর থেকে দেশের অন্যান্য অঞ্চলে যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়। উহান শহরের পরিবহন ব্যুরো জানায়, যাতায়াতের নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পর এদিন যাত্রীসংখ্যা ছিল ৬ লাখ ২০ হাজারের বেশি। এখন শহরের যাতায়াত খাতে নিরাপত্তা, স্থিতিশীলতা ও শৃঙ্খলা বজায় আছে।

উল্লেখ্য, এদিন উহান শহরে ৩৪৬টি বাসের রুট, ৭টি সাবওয়ে লাইন ও ট্যাক্সি চলাচল শুরু হয়।

গণপরিবহন পনুরুদ্ধারের পাশাপাশি, যাত্রীদের শরীরের তাপমাত্রা যাচাই, মাস্ক পরাসহ ধারাবাহিক পদক্ষেপও নেওয়া হয়েছে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040