বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে সাময়িকভাবে অর্থ প্রদান বন্ধ করবেন মার্কিন প্রেসিডেন্ট
  2020-04-09 14:17:28  cri
এপ্রিল ৯: গত মঙ্গলবার কোভিড-১৯ মহামারী প্রতিরোধে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অকার্যকারিতার অভিযোগে সংস্থাটির জন্য মার্কিন আর্থিক ফি সাময়িকভাবে স্থগিত করার ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সম্পর্কে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান বুধবার বেইজিংয়ে বলেন, চলমান বিশ্বে মহামারী দ্রুত ছড়িয়ে পড়ার প্রেক্ষাপটে মার্কিন পক্ষের এ সিদ্ধান্ত গুরুতরভাবে হু'র স্বাভাবিক কার্যক্রমে বাধা দেবে এবং মহামারী রোধে আন্তর্জাতিক সহযোগিতার ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলবে। বিভিন্ন দেশ যৌথভাবে প্রচেষ্টা চালিয়ে পরস্পরকে সহায়তা দেওয়া এবং মহামারী প্রতিরোধে নিজেদের অবদান রাখবে বলে আশা করেন চীনা মুখপাত্র।

তিনি আরো বলেন, কোভিড-১৯ মহামারী শুরুর পর বিশ্ব স্বাস্থ্য সংস্থা সক্রিয়ভাবে নিজের দায়িত্ব পালন করে, ন্যায় ও বিজ্ঞানসম্মতভাবে বিভিন্ন দেশের মহামারী প্রতিরোধকাজে সহায়তা দিয়েছে এবং আন্তর্জাতিক মহামারী প্রতিরোধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে, যা আন্তর্জাতিক সমাজের ব্যাপক স্বীকৃতি ও প্রশংসা পেয়েছে। জি টোয়েন্টি দেশের নেতৃবৃন্দের বিশেষ শীর্ষসম্মেলনে বিভিন্ন দেশ আন্তর্জাতিক মহামারী ক্ষেত্রে হু'র দায়িত্ব পালনে সমর্থন দেবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। চীন আগের মতো ভবিষ্যতেও হু'র বিভিন্ন কাজে সহায়তা দেবে, বিশেষ করে আন্তর্জাতিক মহামারী প্রতিরোধে হু'র নেতৃত্বকে সমর্থন দেবে বলে জানান চীনা মুখপাত্র।

(সুবর্ণা/তৌহিদ/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040