চীনের মানবাধিকার মানুষের প্রাণ রক্ষার জন্য—ব্রিটিশ বিশেষজ্ঞ
  2020-04-09 14:12:15  cri
এপ্রিল ৯: ব্রিটেনের লন্ডন আর্থ-বাণিজ্যিক নীতি সংস্থার সাবেক প্রধান ও চীনের রেনমিন বিশ্ববিদ্যালয়ের ছংইয়াং আর্থিক গবেষক জন রস সম্প্রতি রাশিয়া টুডে টিভিতে দেওয়া সাক্ষাৎকারে বলেন, চীনের মানবাধিকার মানুষের প্রাণ রক্ষার জন্য।

চীনের বিরুদ্ধে পাশ্চাত্য দেশগুলোর নানা প্রতিবাদ সম্পর্কে জন রস বলেন, চীন ভাইরাস প্রতিরোধের সাফল্য দিয়ে নিজের যোগ্যতা প্রমাণ করেছে। আসলে ইউরোপ ও যুক্তরাষ্ট্রের ভাইরাসের অবস্থা চীনের চেয়ে অনেক খারাপ। চীনের জনসংখ্যা সেসব দেশের চেয়ে অনেক বেশি। তাই সংখ্যা দিয়ে তুলনা করা যাবে না।

তিনি আরও বলেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে ব্যবধানের কারণ হলো, যুক্তরাষ্ট্র কঠোর প্রতিরোধমূলক ব্যবস্থা নেয় নি। বর্তমানে সবচেয়ে কার্যকর ব্যবস্থা হলো লকডাউন। এখন রাজনৈতিক সমালোচনার সময় না। চীনের কার্যকর ব্যবস্থা থেকে শিক্ষা নেওয়া উচিত বলে মনে করেন রস।

(ছাই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040