ইউরোপে প্রবেশ নিষেধাজ্ঞা ১৫ মে মাস পর্যন্ত বাড়াচ্ছে ইউরোপীয় কমিশন
  2020-04-09 14:09:45  cri
এপ্রিল ৯: ইউরোপীয় কমিশন বা ইসি গতকাল (বুধবার) শেঞ্জেন অঞ্চলের দেশগুলোতে প্রবেশের উপর নিষেধাজ্ঞা ১৫ মে পর্যন্ত বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে; যাতে ভাইরাস সংক্রমণ হ্রাস করা যায়।

উল্লেখ্য, গত ১৬ মার্চ ভাইরাস সংক্রমণ রোধে ইসি ইউরোপের বিভিন্ন দেশে প্রবেশ নিষেধাজ্ঞা জারি করে। এর মেয়াদ ছিল ৩০ দিন।

ইউরোপীয় কমিশন এদিন এক বিবৃতিতে বলে, নিষেধাজ্ঞার পর যাত্রীবাহী বিমান প্রায় বন্ধ হয়ে যায়। শুধুমাত্র অল্প কিছু পণ্য পরিবহন বিমান অথবা শেঞ্জেন অঞ্চলে আটকা পড়া বিভিন্ন দেশের নাগরিকদের দেশে ফেরার কাজে ব্যবহৃত হয়েছে। বর্তমানে ভাইরাস সংক্রমণের অবস্থায় নিষেধাজ্ঞার মেয়াদ আরও বাড়াতে হবে বলে জানায় ইসি।

(ছাই/তৌহিদ/আকাশ)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040