সুপ্রিয় শ্রোতা আমি ইয়াং ওয়েই মিং স্বর্ণা। সাপ্তাহিক 'কফিহাউসের আড্ডা' অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের অনুষ্ঠানে আমার সঙ্গে যোগ দিচ্ছেন ডাক্তার উম্মুল খাইর আলম। তিনি বর্তমানে বাংলাদেশের ন্যাশনল ইনস্টিটিউট অফ প্রিভেন্টিভ এন্ড সোসেল মেডিসিনে মা ও শিশু স্বাস্থ্য বিভাগে মেডিকল অফিসারের দায়িত্বে আছেন। তাছাড়া, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্পিচ এন্ড লেগুয়েজ পাঠোলোজি বিভাগে খন্ডকালিন শিক্ষক হিসেবেও কর্মরত আছেন। আজকের অনুষ্ঠানে ডাক্তার উম্মুলের সঙ্গে ভাইরাসের কবল থেকে কিভাবে বাচ্চাদের রক্ষা করা যায় এবং লকডাউন অবস্থায় আমাদের কোন কোন ক্ষেত্রে নজর রাখা উচিত, এসব বিষয় নিয়ে আলোচনা করবো।
চলুন তাহলে, আলাপ করি ডাক্তার উম্মুলের সাথে।
(স্বর্ণা/আলিম/সুবর্ণা)