প্রেসিডেন্ট সি বলেন, চীনে ভাইরাস ছড়িয়ে পড়ার পর দক্ষিণ আফ্রিকা সরকার ও সমাজের বিভিন্ন মহল বিভিন্নভাবে চীনের প্রতি সমর্থন ও সমবেদনা জানিয়েছিল। এবার চীন দক্ষিণ আফ্রিকাকে ভাইরাস প্রতিরোধে সমর্থন ও সহায়তা দেবে। চীন দক্ষিণ আফ্রিকার সঙ্গে ভাইরাস প্রতিরোধের অভিজ্ঞতা বিনিময় করতে এবং চিকিৎসা খাতে সহযোগিতা জোরদার করতে চায়। চীন দক্ষিণ আফ্রিকার সঙ্গে জি-টোয়েন্টি শীর্ষসম্মেলনে সম্পাদিত সিদ্ধান্ত বাস্তবায়ন করে যৌথভাবে ভাইরাস প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা জোরদার করবে।
জবাবে রামাফোসা বলেন, চীন সময়মতো কার্যকর ব্যবস্থা নিয়েছে ও ভাইরাস নিয়ন্ত্রণ করেছে। চীনের মূল্যবান অভিজ্ঞতা আছে। তাঁর দেশ চীনে স্থায়ীভাবে দক্ষিণ আফ্রিকা ও আফ্রিকাকে বিভিন্ন সহায়তা দেওয়ার জন্য ধন্যবাদ জানায়। দক্ষিণ আফ্রিকা অব্যাহতভাবে চীনের কেন্দ্রীয় স্বার্থের বিষয়ে চীনকে সমর্থন দেবে এবং দৃঢ়ভাবে চীন-আফ্রিকা সম্পর্ক উন্নয়ন জোরদার করবে।
(ছাই/তৌহিদ/আকাশ)