বঙ্গবন্ধুর খুনি মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি
  2020-04-08 20:09:20  cri

বঙ্গবন্ধুর খুনি আব্দুল মাজেদের বিরুদ্ধে মৃত্যু পরোয়ানা জারি করেছে আদালত। বুধবার আসামীর উপস্থিতিতে ঢাকা জেলা ও দায়রা জজ আদালত এ পরোয়ানা জারি করে।

আব্দুল মাজেদকে বর্তমানে কেন্দ্রীয় কারাগারে ফাঁসির সেলে রাখা হয়েছে। আসামী রাষ্ট্রপতির কাছে প্রাণভিক্ষার জন্য ৭ থেকে ২১ দিন সময় পাবেন। এ সময়ের মধ্যে প্রাণভিক্ষার আবেদন না করলে সরকার যে কোনো সময় তার মৃত্যুদণ্ড কার্যকর করতে পারবে। দীর্ঘদিন পলাতক থাকার পর ভারত থেকে দেশে এলে মঙ্গলবার রাজধানীর মিরপুর থেকে বঙ্গবন্ধু আত্মস্বীকৃত খুনি মাজেদকে গ্রেপ্তার করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিট।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040