চীন ও যুক্তরাষ্ট্রের সহযোগিতা হচ্ছে একমাত্র সঠিক পথ : চীনা মুখপাত্র
  2020-04-08 19:57:04  cri

এপ্রিল ৮: যুক্তরাষ্ট্রের অনেক বিশেষজ্ঞ সম্প্রতি এক যৌথ বিবৃতি প্রকাশ করেছেন। এতে চীন ও যুক্তরাষ্ট্রকে কোভিড-১৯ প্রতিরোধে সহযোগিতা জোরদার করার আহ্বান জানানো হয়েছে। বিবৃতির জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র চাও লি চিয়ান আজ (বুধবার) বেইজিংয়ে এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, চীন এর প্রসংশা করে ও স্বাগত জানায়।

তিনি আরও বলেন, এ মহামারী প্রতিরোধে চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা জোরদারের জন্য একটি প্ল্যাটফর্ম সৃষ্টি করেছে। সম্প্রতি প্রেসিডেন্ট সি চিন পিং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ফোনালাপে বলেন, চীন ও যুক্তরাষ্ট্র সহযোগিতা করলে দু'পক্ষের জন্য ভালো; সংঘাতে দু'পক্ষ ক্ষতিগ্রস্ত হবে। সহযোগিতা হচ্ছে একমাত্র সঠিক পথ। তাই যুক্তরাষ্ট্র চীনের সঙ্গে দু'নেতার গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুযায়ী একযোগে কোভিড-১৯ প্রতিরোধে সহযোগিতা জোরদার করবে বলে আশা করে চীন। সংঘাত ও বিদ্বেষ নয়, পারস্পরিক সম্মান, সহযোগিতা ও উভয়-জয়ের ভিত্তিতে চীন-যুক্তরাষ্ট্র সম্পর্ক উন্নত করা, আরও সুষ্ঠুভাবে দু'দেশের গণস্বার্থ ও বিশ্বের বিভিন্ন দেশের জনগণের কল্যাণে ইতিবাচক ভূমিকা প্রত্যাশা করে চীন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040