কোভিড-১৯ প্রতিরোধে আন্তর্জাতিক সহযোগিতা ইতিবাচকভাবে এগিয়ে নিচ্ছে চীন : সিআরআই প্রবন্ধ
  2020-04-08 19:56:08  cri

এপ্রিল ৮: ভাইরাসের কোনও দেশীয় সীমানা নেই। শুধুমাত্র ঐক্যবদ্ধভাবে লড়াই করলেই আন্তর্জাতিক সমাজ মহামারী পরাজিত করতে পারবে এবং মানবজাতির অভিন্ন বাসস্থান রক্ষা করতে পারবে। সিআরআই প্রবন্ধে এ কথা বলা হয়েছে।

কোভিড-১৯ মহামারী শুরুর পর, চীন সবসময় মানবজাতির অভিন্ন লক্ষ্যের কমিউনিটির ধারণায় উন্মুক্তকরণ, স্বচ্ছতা, দায়িত্বশীল দৃষ্টিভঙ্গির আলোকে সময়মত মহামারীর তথ্য প্রকাশ করে আসছে, মহামারী প্রতিরোধ ও চিকিৎসার অভিজ্ঞতা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে শেয়ার করে আসছে। পাশাপাশি বৈজ্ঞানিক গবেষণার সহযোগিতা জোরদার করেছে চীন, সর্বশক্তি দিয়ে সব পক্ষকে সহায়তা দিচ্ছে চীন। আন্তর্জাতিক সমাজ এর উচ্চ মূল্যায়ন ও স্বীকৃতি দিয়েছে।

দেশের মহামারীর কঠিন সময়ে আন্তর্জাতিক সমাজ চীনকে সমর্থন ও সাহায্য দিয়েছে, চীন সবসময় তা মনে রাখবে।

কোভিড-১৯ রোগের প্রকোপের পর বিশ্ব বুঝেছে যে, মানবজাতি হচ্ছে একটি অভিন্ন লক্ষ্যের কমিউনিটি। শুধুমাত্র একসঙ্গে এ লড়াইয়ে জয়ী হওয়া যাবে এবং মানবজাতির অভিন্ন বাসস্থান রক্ষা করা যাবে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040