এপ্রিল ৮: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (বুধবার) জানায়, মঙ্গলবার চীনের মূল-ভূখণ্ডে নতুন করে ৬২জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। এদের মধ্যে ৫৯জনই বিদেশ থেকে আসা মানুষ। এ ছাড়া কুয়াংতোং প্রদেশে একজন আক্রান্ত হয়েছেন, শানতোং প্রদেশে ২জন আক্রান্ত হয়েছেন। হুপেই প্রদেশে একজন ও শাংহাই শহরে একজন মারা গেছেন। পাশাপাশি, বিদেশ থেকে আগত নতুন সন্দেহভাজন ১১জন মানুষ পাওয়া গেছে। দেশের কুয়াংতোং প্রদেশে একজন সন্দেহভাজন মানুষ রয়েছে। এদিন নতুন করে ১১২জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।
বিদেশ থেকে চীনে আসা মানুষের মধ্যে আক্রান্ত ১০৪২জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২৩জনের অবস্থা গুরুতর।
তবে, রোগের লক্ষণ ছাড়া নতুন আক্রান্ত মানুষের সংখ্যা ১৩৭জনে উন্নীত হয়েছে। এদের মধ্যে বিদেশ থেকে চীনে এসেছে ১০২জন।
এ পর্যন্ত চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলে নিশ্চিত আক্রান্ত হয়েছে ১৩৫৫জন। এর মধ্যে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৯৩৫জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৪৪জন ও তাইওয়ান অঞ্চলে ৩৭৬জন রয়েছেন।
(আকাশ/তৌহিদ/রুবি)






