লক্ষণহীন আক্রান্ত রোগীদের শনাক্তকরণ জোরদার করা হবে: চীনের জাতীয় স্বাস্থ্য কমিটি
  2020-04-08 14:35:46  cri
এপ্রিল ৮: চীনের জাতীয় স্বাস্থ্য কমিটি গতকাল (মঙ্গলবার) রাতে আয়োজিত এক ভিডিও সম্মেলনে জানায়, লক্ষণহীন আক্রান্ত রোগীদের শনাক্ত করার কাজে গতি আনা হবে এবং তাদেরকে গভীর পর্যবেক্ষণে রাখতে হবে।

সম্মেলনে স্বাস্থ্য কমিটির প্রধান মা শিয়াও ওয়েই জোর দিয়ে বলেন, উহান শহর ৭৬ দিন পর লকডাউনমুক্ত হয়েছে। এটি সারা দেশের জন্য তাত্পর্যপূর্ণ একটি ঘটনা। এটা নতুন চ্যালেঞ্জও বটে।

তিনি আরও বলেন, লকাডাউন তুলে নেওয়া হয়েছে মানে এই নয় যে আর কোনো ঝুঁকি নেই। দেশের বিভিন্ন হাসপাতালের শৃঙ্খলা যত তাড়াতাড়ি সম্ভব পুনরুদ্ধার করতে হবে। তা ছাড়া, বিদেশ থেকে ফিরে আসা লোকজনকে পর্যবেক্ষণে রাখতে হবে। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040