ব্রিটেনে কোভিড-১৯ মহামারীতে মৃতের সংখ্যা ৬ হাজার ছাড়িয়েছে; প্রধানমন্ত্রীর অবস্থা স্থিতিশীল
  2020-04-08 14:32:22  cri
এপ্রিল ৮: ব্রিটেনের স্বাস্থ্য বিভাগের গতকাল (মঙ্গলবার) প্রকাশিত সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, এ পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ মহামারীতে আক্রান্ত রোগী ৩৬৩৪ জন বেড়ে দাঁড়িয়েছে ৫৫,২৪২ জনে। আক্রান্তদের মধ্যে ৬১৫৯ জন মারা গেছেন।

এদিকে, ব্রিটিশ প্রধানমন্ত্রীর মুখপাত্র গতকাল (মঙ্গলবার) রাতে জানান, বর্তমানে প্রধানমন্ত্রী বরিস জনসনের অবস্থা স্থিতিশীল আছে। তবে তিনি এখনও আইসিইউ'তে পর্যবেক্ষণে আছেন।

ব্রিটেনে মহামারী প্রতিরোধে সরকারের পাশাপাশি বেসরকারি খাতও কঠোর প্রচেষ্টা চালাচ্ছে। ওয়েলকম ফাউন্ডেশন মঙ্গলবার জানিয়েছে, সংস্থাটি চলতি মাসের শেষ নাগাদ কমপক্ষে ৮ বিলিয়ন মার্কিন ডলারের অর্থ সংগ্রহ করবে এবং সেই অর্থ নভেল করোনাভাইরাস ভ্যাকসিন, থেরাপিউটিক ড্রাগের গবেষণাকাজে ব্যয় করা হবে।

ফাউন্ডেশনের পরিচালক জেরেমি ফ্যালার বলেছেন: "আমরা আশা করি, ব্যবসায়িক নেতারা বৈজ্ঞানিক গবেষণায় তাদের আয়ের একটি অংশ ব্যয় করবেন। আমরা আরও আশা করি, সকল দেশের সরকার একই ব্যবস্থা গ্রহণ করবে। " (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040