সিছুয়ান-তিব্বত রেলপথের লাসা-লিনচি অংশের ৪৭টি সুড়ঙ্গের নির্মাণকাজ সম্পন্ন
  2020-04-08 14:29:45  cri
এপ্রিল ৮: গতকাল (মঙ্গলবার) নির্মাণাধীন সিছুয়ান-তিব্বত রেলপথের লাসা-লিনচি অংশের সবচেয়ে গুরুত্বপূর্ণ ওস কঠিন মিলিন সুড়ঙ্গের নির্মাণকাজ সমাপ্ত হয়েছে। এ নিয়ে এ পর্যন্ত লাসা-লিনচি অংশের ৪৭টি সুড়ঙ্গের নির্মাণকাজ শেষ হলো।

মিলিন সুড়ঙ্গ লিনচি শহরের মিলিন জেলায় অবস্থিত। এ ১১৫৬০ মিটার লম্বা সুড়ঙ্গটি সমুদ্রপৃষ্ঠ থেকে ৩১০০ মিটার উঁচুতে অবস্থিত। পুরো রেলপথে এই সুড়ঙ্গটির নির্মাণকাজ ছিল সবচেয়ে কঠিন।

চীনের জাতীয় রেলপথ গোষ্ঠীর একজন দায়িত্বশীল ব্যক্তি জানান, এ সুড়ঙ্গের সফল নির্মাণের ফলে চীনের সুড়ঙ্গ নির্মাণ ক্ষেত্রে অভিজ্ঞতা আরও বেড়েছে।

এ পর্যন্ত সিছুয়ান-তিব্বত রেলপথের ৪৭টি সুড়ঙ্গের ও ১২০টি সেতুর মধ্যে ১১৯টির নির্মাণকাজ সম্পন্ন হয়েছে। চলতি বছরের মধ্যে নির্মাণকাজ সব শেষ করে আগামী বছর রেলপথটি চালু হবে বলে আশা করা হচ্ছে। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040