জাতিসংঘ শান্তিরক্ষীদের মোতায়েন ও পালাক্রম সায়মিকভাবে বন্ধ: গুতেরহিস
  2020-04-08 12:31:52  cri
এপ্রিল ৮: কোভিড-১৯ মহামারীর প্রেক্ষাপটে জাতিসংঘের শান্তিরক্ষীদের নতুন করে মোতায়েন বা পালাক্রম আগামী ৩০ জুন পর্যন্ত সাময়িকভাবে স্থগিত থাকবে। গতকাল (মঙ্গলবার) জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরহিস তার মুখপাত্রের মাধ্যমে এ তথ্য জানান।

মুখপাত্র বলেন, জাতিসংঘের শান্তিরক্ষীদের বিশেষ দল কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াই করছে। তবে, সর্বপ্রথমে শান্তিরক্ষীদের ভাইরাসে আক্রান্ত না-হওয়া এবং তাদের মাধ্যমে ভাইরাস যাতে আরও ছড়িয়ে পড়তে না-পারে তা নিশ্চিত করতে হবে।

একইদিনে জাতিসংঘ মহাসবিচের মালিবিষয়ক প্রতিনিধি জানান, বর্তমানে মালিতে ৫৬ জন কোভিড-১৯ আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে, যাদের মধ্যে দু'জন শান্তিরক্ষী আছেন। (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040