দেশে করোনা আক্রান্ত রোগী এবং তাদের সেবাদানকারী ডাক্তার-নার্স-স্বাস্থ্যকর্মীদের জন্য বিশেষ স্বাস্থ্যবীমা চালুর ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
মঙ্গলবার চট্টগ্রাম ও সিলেট বিভাগের জেলাগুলোর সঙ্গে করোনা পরিস্থিতি নিয়ে ভিডিও কনফারেন্সে এ ঘোষণা দেন তিনি। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও এ বিশেষ বীমার আওতায় পড়বেন। তবে যে সব চিকিৎসক করোনা সঙ্কটে চিকিৎসাসেবা দেওয়া থেকে বিরত ছিলেন তারা এ সুবিধা পাবেন না বলে জানান প্রধানমন্ত্রী। চলতি এপ্রিল মাসে করোনা বড় ধাক্কা দিতে পারে উল্লেখ করে সংশ্লিষ্টদের তা মোকাবেলায় আবারো সতর্ক করেন প্রধানমন্ত্রী।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।