মঙ্গলবার পর্যন্ত গত ২৪ ঘন্টায় দেশে আরও ৫ জন করোনা আক্রান্ত মারা গেছেন। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৭ জনে। আর একই সময় ৪১ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সব মিলিয়ে করোনা আক্রান্ত হলেন ১৬৪ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন প্রেস ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়েছে। আক্রান্তদের মধ্যে ২০ জন ঢাকায় এবং ১৫ জন নারায়ণগঞ্জের। এছাড়া গাজীপুর, খুলনা ও নেত্রকোনা করোনা উপসর্গ নিয়ে ৩ জন মারা গেছেন। এদিকে যুক্তরাষ্ট্রে নতুন ৮ জনসহ বিশ্বে ১২১ জন বাংলাদেশি মারা গেছেন করোনায়।
মাহমুদ হাশিম, ঢাকা থেকে।






