পাশ্চাত্যের কিছু মানুষ কোভিড-১৯ এর জন্য চীনকে অভিযুক্ত করতে চায়; যা ভিত্তিহীন ও নৈতিকতাহীন কাজ: সিআরআই সম্পাদকীয়
  2020-04-07 20:10:11  cri

এপ্রিল ৭ : ব্রিটেনের গণমাধ্যমের খবরে বলা হয়, সম্প্রতি লন্ডনের হেনরি জ্যাকসন সোসাইটি তথাকথিত 'গবেষণা প্রতিবেদন' প্রকাশ করেছে। এতে বলা হয়, চীন কোভিড-১৯-রোগের তথ্য গোপন করেছে। কোভিড-১৯ ছড়িয়ে পড়ার দায় চীনের। প্রতিবেদনে তদন্ত চালাতে আন্তর্জাতিক সমাজকে আহ্বান জানানো হয় এবং চীনকে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়; যা একেবারে ভিত্তিহীন ও নৈতিকতা বিবর্জিত কাজ বলে মনে করে সিআরআই সম্পাদকীয়।

এ তত্ত্ব খুবই উদ্ভট! বিপুল ত্যাগের মাধ্যমে চীন বিশ্বের কোভিড-১৯ প্রতিরোধের প্রথম প্রতিরক্ষা লাইন তৈরি করে ও মুল্যবান সময় বাঁচায়। চীন যথাসময়ে মহামারীর তথ্য প্রকাশ করেছে, প্রতিরোধক ও চিকিৎসার অভিজ্ঞতাসহ সবকিছুই বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক সমাজের সঙ্গে শেয়ার করেছে। এ বাস্তবতা আন্তর্জাতিক সমাজে ব্যাপকভাবে স্বীকৃত হয়েছে ও প্রশংসা পেয়েছে। তথাকথিত ক্ষতিপূরণের দাবির কোনও যৌক্তিক ভিত্তি নেই।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040