এপ্রিল ৭: ইরাকের স্বাস্থ্য মন্ত্রণালয় গতকাল (মঙ্গলবার) জানায়, দেশটিতে কোভিড-১৯ রোগে আক্রান্ত মানুষের সংখ্যা ১০০০ ছাড়িয়েছে।
এদিন এক বিবৃতিতে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ২৪ ঘণ্টায় নতুন করে ৭০জন আক্রান্ত হয়েছে। নতুন ৩জনের মৃত্যু হয়েছে এবং আরও ৬৫জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়ে গেছে।
কোভিড-১৯ প্রতিরোধের জন্য ১৯ এপ্রিল পর্যন্ত ইরাক সরকার দেশব্যাপী স্কুল বন্ধ ঘোষণা করেছে, বড় সমাবেশ নিষিদ্ধ করেছে, বিমান যোগাযোগ বন্ধ করেছে এবং দেশব্যাপী লকডাউন ঘোষণা করেছে। (আকাশ/তৌহিদ/রুবি)