চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক
  2020-04-07 20:01:33  cri

এপ্রিল ৭: ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবস। এ বছরের প্রতিপাদ্য হচ্ছে 'সেবিকা ও ধাত্রীদের সহায়তা করা'। বর্তমানে বিশ্বব্যাপী মাত্র ২ কোটি ৮০ লাখ নার্স বা সেবিকা রয়েছে। আরও ৫৯ লাখ নার্স প্রয়োজন। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানায়, কোভিড-১৯ ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে। এতে চিকিৎসা ও নার্সের জরুরি প্রয়োজন দেখা দিচ্ছে।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাসচিব তেদ্রোস আধানম জানান, সেবিকারা স্বাস্থ্য ব্যবস্থার মেরুদণ্ড। এখন কোভিড-১৯ রোগের বিরুদ্ধে লড়াইয়ে অনেক সেবিকা ফ্রন্ট লাইনে যুদ্ধ করছেন। এ ভাইরাসের বিরুদ্ধে যুদ্ধের সময় আমরা অনেক চিকিৎসক ও নার্স হারিয়েছি। তাঁরা নিজেদের উৎসর্গ করে মানুষের প্রাণ বাঁচিয়েছেন। তাদেরকে সহায়তা ও রক্ষা করতেই হবে। তারা যা করছেন, সেজন্য ধন্যবাদ ও সম্মান জানানো উচিত।

তিনি চিকিৎসক ও নার্সদের বলেন, কোভিড-১৯ প্রতিরোধে এখন খুবই কঠিন সময় চলছে। আপনারা পবিত্র দায়িত্ব পালন করছেন। আপনাদের ধন্যবাদ ও সম্মান জানাই আমরা। বিশ্বব্যাপী চিকিৎসক ও নার্স করোনাভাইরাসের প্রকোপ নিয়ন্ত্রণ করতে পারবে বলে আশা করেন তিনি।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040