মহামারি প্রতিরোধে চীনের কৌশল হচ্ছে সংকট মোকাবিলার পাশাপাশি সুযোগ খোঁজা: সিআরাআই প্রবন্ধ
  2020-04-07 19:31:08  cri
 

এপ্রিল ৭ : বিশ্বব্যাপী এখন কোভিড-১৯ রোগ দ্রুত গতিতে ছড়িয়ে পড়ছে। এটি আন্তর্জাতিক বাণিজ্যে গুরুতর প্রভাব ফেলেছে। চীনের অর্থনৈতিক উন্নয়ন নতুন চ্যালেঞ্জের মুখে পড়েছে। সম্প্রতি চীন আন্তর্জাতিক বেতারের প্রবন্ধে বলা হয়, মহামারি প্রতিরোধে চীনের কৌশল হচ্ছে সংকট মোকোবিলার পাশাপাশি সুযোগ খোঁজা।

সম্প্রতি চীনের প্রেসিডেন্ট সি চিন পিং চীনের পূর্বাঞ্চলীয় চ্যচিয়াং প্রদেশ পরিদর্শন করেন। তিনি 'সংকট' সম্পর্কে বলেন, 'সংকট ও সুযোগ সবসময় একসঙ্গে থাকে; সংকট মোকাবিলার পর সুযোগ আসে।"

কোভিড-১৯ মহামারী অনেকের জীবনে পরিবর্তন এনেছে, পাশাপাশি আরও নতুন সম্ভাবনাও সৃষ্টি হয়েছে।

সম্প্রতি '৮ মার্চ রানী দিবস' নামে একটি অনলাইন প্রচারণা কার্যক্রম চালু হয়। এতে থিয়ান মাও ওয়েবসাইটে বিক্রির পরিমাণ গত বছরের একই সময়ের তুলনায় ৬৫০ শতাংশ বেড়েছে।

মানবজাতির ইতিহাসে এমন ভয়াবহ বিপর্যয় অতীতেও দেখা যায়। তাতে বাধ্যতামূলক শিল্প সংস্কার হয়েছিল।

এখন মহামারীর আঘাত ও আর্থিক হ্রাসের ঝুঁকি মোকাবিলার পাশাপাশি সুযোগ খুজঁতে হবে। চীনের বড় আকারের অর্থনীতি ও বিরাট জনসংখ্যা বাজার রয়েছে; যা চীনের নতুন জীবনীশক্তির ভিত্তি।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040