সোমবার চীনের মূল-ভূখণ্ডে নতুন ৩২জন কোভিড-১৯ রোগী শনাক্ত
  2020-04-07 19:19:32  cri

এপ্রিল ৭: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (মঙ্গলবার) জানায়, সোমবার চীনের মূল-ভূখণ্ডে নতুন করে ৩২জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। তারা সবাই বিদেশ থেকে আসা মানুষ। এদিন নতুন করে কেউ মারা যান নি। পাশাপাশি, বিদেশ থেকে আগত সন্দেহভাজন ১২জন মানুষ পাওয়া গেছে। এদিন নতুন করে ৮৯জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিদেশ থেকে চীনে আসা মানুষদের মধ্যে আক্রান্ত ৬৯৮জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২১জনের অবস্থা গুরুতর। তবে, কোনও লক্ষণ ছাড়া নতুন ৩০জন রোগী শনাক্ত করা হয়েছে । এদের মধ্যে বিদেশ থেকে চীনে এসেছে ৯জন।

এ পর্যন্ত চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলে নিশ্চিত আক্রান্ত হয়েছে ১৩৩১জন। এর মধ্যে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৯১৪জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৪৪জন ও তাইওয়ান অঞ্চলে ৩৭৩জন রয়েছেন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040