চীন ও পাকিস্তানের সশস্ত্রবাহিনী কোভিড-১৯ প্রতিরোধের অভিজ্ঞতা নিয়ে ভিডিও সম্মেলন আয়োজন করেছে
  2020-04-07 19:04:56  cri
এপ্রিল ৭: গতকাল (সোমবার) বিকেলে চীন ও পাকিস্তানের সশস্ত্র বাহিনীর স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা এবং পরীক্ষা-নিরীক্ষা, প্রতিরোধ ও নিয়ন্ত্রণবিষয়ক বিশেষজ্ঞসহ ২০জন বেইজিং, উহান ও রাওয়ালপিন্ডিসহ তিনটি স্থানে কোভিড-১৯ প্রতিরোধের অভিজ্ঞতা নিয়ে ভিডিও সম্মেলন আয়োজন করেছে।

সম্মেলনে সবার আগে চীন কোভিড-১৯ প্রতিরোধের কৌশল ও চিকিত্সাবিষয়ক তথ্য জানায়। পরে দু'পক্ষ জরুরি অবস্থায় সমন্বয়, কোভিড-১৯ প্রতিরোধ ও নিয়ন্ত্রণ, পরীক্ষা-নিরীক্ষা ও চিকিত্সাসহ নানা বিষয়ে তথ্য আদান-প্রদান করে। চীনের সার্বিক কোভিড-১৯-সংক্রান্ত সফলতা ও অভিজ্ঞতা জানানোর জন্য ধন্যবাদ জানায় পাকিস্তান। চীনের সশস্ত্রবাহিনী কোভিড-১৯ প্রতিরোধে দেশটির কাজের উচ্চ প্রশংসা করে।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040