বন্ধুরা, শুনছিলেন বাই জু গাংয়ের কন্ঠে 'পিতা' শীর্ষক গান। ২০১২ সালে তিনি সিছুয়ান নর্মাল বিশ্ববিদ্যালয়ের সংগীত একাডেমির ভোকাল সংগীত বিভাগ থেকে স্নাতক হন। ২০১৩ সালে তিনি হুনান প্রদেশের একটি সংগীত প্রতিযোগিতায় অংশ নিয়ে তৃতীয় স্থান পান। তখন থেকে তিনি আনুষ্ঠানিকভাবে বিনোদন-জগতে প্রবেশ করেন। একই বছরে তিনি নিজের রচিত সংগীত প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'আগে ফিরে যাবো' শীর্ষক গান। গানটি ২০০২ সালে রিলিজ হয়। প্রথম গানটি গেয়েছেন চীনের তাইওয়ানের বিখ্যাত কন্ঠশিল্পী চৌ চিয়ে লুন। চলুন, আমরা গানটি শুনবো।
বন্ধুরা, শুনছিলেন বাই জু গাংয়ের কন্ঠে 'আগে ফিরে যাবো' শীর্ষক গান। ২০১৪ সালে তিনি প্রথম চলচ্চিত্রে অভিনয় করেন। ২০১৫ সালে তিনি ১৫তম TOP Chinese Music awards-এর শ্রেষ্ঠ নতুন কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছরে তিনি নিজের প্রথম অ্যালবাম প্রকাশ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'চলে গেছি' শীর্ষক গান। গানটি ২০১৭ সালে রিলিজ হয়। গানটি হলো একটি চলচ্চিত্রের থিম সং। বাই জু গাং গানটির সুর রচনা করেন এবং কথা লেখেন। আশি করি, বন্ধুরা গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন বাই জু গাংয়ের কন্ঠে 'চলে গেছি' শীর্ষক গান। ২০১৬ সালে তিনি নিজের অ্যালবাম দিয়ে একাদশ গ্লোবল চীনা কন্ঠশিল্পী অ্যাওয়ার্ডের 'শ্রেষ্ঠ সংগীত প্রযোজক পুরস্কার' লাভ করেন। ২০১৮ সালে তিনি স্থায়ী অতিথি হিসেবে হুনান প্রদেশের টিভি শোতে অংশ নেন। একই বছরের সেপ্টেম্বর মাসে তিনি প্রথম অভিনেতা হিসেবে চলচ্চিত্রে অভিনয় করেন। অক্টোবর মাসে তাঁর অভিনীত চলচ্চিত্র গোটা চীনের বিভিন্ন সিনেমাহলে মুক্তি পায়। এখন শোনাবো তাঁর কন্ঠে 'লাল ড্রাগনফ্লাই' শীর্ষক গান। গানটি জাপানের একটি লোক-সংগীত। আশা করি, বন্ধুরা বাই জু গাংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন বাই জু গাংয়ের কন্ঠে 'লাল ড্রাগনফ্লাই' শীর্ষক গান। ২০১৯ সালের ৬ জানুয়ারি তিনি কিউ চায়না ২০১৮ সালের সংগীত অ্যালওয়ার্ডের শ্রেষ্ঠ রক সংগীত কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। এখন শোনাবো তাঁর কন্ঠে 'সবচেয়ে সুন্দর সূর্য' শীর্ষক গান। গানটি হলো বিখ্যাত্ কন্ঠশিল্পী চাং চিয়ে'র কন্ঠের গান। গানটিতে বলা হয়েছে: আমার বিশ্বে তুমি থাকলে সুন্দর হয়। আমার আকাশে তুমি হলে অন্ধকার হবে না। তুমি আমাকে আনন্দ এনে দাও। তুমি আমার অশ্রু পড়তে পারো। আশা করি, আপনারা বাই জু গাংয়ের কন্ঠে গানটি পছন্দ করবেন।
বন্ধুরা, শুনছিলেন বাই জু গাংয়ের কন্ঠে 'সবচেয়ে সুন্দর সূর্য' শীর্ষক গান। এখন শোনাবো 'নীড ইউ নাও' শীর্ষক গান। গানটি হলো সুইডেনের বিখ্যাত্ ব্যান্ড লেডি আন্টেবেলুম'র (Lady Antebellum) গান। বাই জু গাং ও নারী কন্ঠশিল্পী জিয়াং ইং রং পুনরায় গেয়েছেন। আশা করি, আপনারা দু'জন চীনা কন্ঠশিল্পীর কন্ঠে চীনা ভাষায় গানটি পছন্দ করবেন।
প্রিয় শ্রোতা, এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। যদি আমাদের অনুষ্ঠানে আপনারা কোনো পছন্দের গান শুনতে চান, তাহলে জানাবেন। আমাদের ই-মেইল ঠিকানা ben@cri.com.cn। আর আমার নিজস্ব ইমেইল ঠিকানা caiyue@cri.com.cn। 'গানের অনুরোধ' আমার নিজস্ব ই-মেইল ঠিকানায় পাঠালে ভালো হয়। আজ তাহলে এ পর্যন্তই। আশা করি, আগামী সপ্তাহের একই দিন, একই সময়ে আবারো আপনাদের সঙ্গে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন। চাই চিয়ান।(ছাই/আলিম/রুবী)