লি ছুয়ান(২)
  2020-04-07 14:38:33  cri

বন্ধুরা, গত অনুষ্ঠানে আপনাদেরকে চীনের খুব জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছুয়ানের সম্পর্কে জানিয়েছি। আজকের অনুষ্ঠানে আমরা তাঁর আরও গল্প শুনবো এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান আপনাদের শোনাবো।

২০০৫ সালের ২৫ অক্টোবর, লি ছুয়ানের ষষ্ঠ অ্যালবাম 'ম্যাচের মেয়ে' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত করা আছে 'তোমাকে ছাড়া ভালোবাসা দিবস' সহ ১১টি গান। এই অ্যালবামে জাজ, রক'সহ বিভিন্ন স্টাইলের সঙ্গীতও রয়েছে।

২০০৫ সালের নভেম্বর মাসে লি ছুয়ান 'চীনের ফ্যাশন আওয়াডর্সের' মূল ভূভাগের ফ্যাশন পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন। একই বছরের ২৯ ডিসেম্বর লি ছুয়ান চীনের অরিজিনাল মিউজিক আওয়াডর্সের শ্রেষ্ঠ কন্ঠশিল্পীর পুরস্কার পান।

২০০৬ সালের ২৫ মার্চ, লি ছুয়ান ত্রয়োদশ 'ইআরসি চায়নিস টপ টেন' আওয়াডর্সের সবচেয়ে জনপ্রিয় পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার জিতে নেন। একই বছর তিনি তাইওয়ানের কন্ঠশিল্পী চুং হান লিয়াং-এর জন্য 'সুন্দর আবহাওয়া' শীর্ষক গান রচনা করেন।

২০০৭ সালে লি ছুয়ান কন্ঠশিল্পী ফু ছুং-এর জন্য 'ভালোবাসার অর্ধেক' গান রচনা করেন। একই বছর তিনি চীনের নারী কন্ঠশিল্পী লি না'র জন্য তাঁর প্রথম ব্যক্তিগত অ্যালবাম 'লি না' প্রযোজনা করেন।

২০০৯ সালের ২০ মে, লি ছুয়ান আরেকটি অ্যালবাম 'সে উত্তর অক্ষাংশের ২৬ ডিগ্রিতে আছে' প্রকাশ করেন। একই বছরের জুন মাসে, চীনের শাংহাই টেলিভিশন 'ওরিয়েনটাল দেবদূত' নামের একটি লাইভ শো'র বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন।

২০১০ সালের ২৪ এপ্রিল, লি ছুয়ান 'চীনের টপ টেন চায়নিস মিউজিক আওয়াডর্সের' মূল ভূভাগের বার্ষিক শ্রেষ্ঠ প্রযোজকের পুরস্কার লাভ করেন।

২০১১ সালে চীনের চ্য চিয়াং টেলিভিশন একটি লাইভ শো' অনুষ্ঠান আয়োজন করে। এতে প্রধানত নতুন কন্ঠশিল্পী নির্বাচন করা হয়। এই লাইভ শো'র নাম হল 'we are the music'। লি ছুয়ান এই অনুষ্ঠানে বিচারক হিসেবে অংশগ্রহণ করেন।

২০১২ সালের ২৪ অগাস্ট, লি ছুয়ানের সপ্তম অ্যালবাম 'প্রতিভার শক্তি' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত আছে 'জীবন অপেরার মতো' 'ফুলের দোকান'-সহ ১১টি গান।

২০১৩ সালের এপ্রিল মাসে, হু নান টেলিভিশনের আয়োজিত সঙ্গীত লাইভ শো অনুষ্ঠান 'I am singer'-এ লি ছুয়ান কন্ঠশিল্পী ইয়াং চুং ওয়েই-এর সহযোগিতায় 'আমি চাই আমরা একসাথে থাকবো' গানটি পরিবেশন করেন। এরপর তিনি 'চীনের টপ টেন চায়নিস মিউজিক আওয়াডর্সের' শ্রেষ্ঠ প্রযোজকের পুরস্কার পান।

২০১৪ সালের ২৪ জুন, লি ছুয়ানের অষ্টম অ্যালবাম 'বিদায়, দুঃখ' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত হয়েছে 'আমি সুখের পাশে দাঁড়াই', 'সবচেয়ে ভালো সুখ'-সহ দশটি গান।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছুয়ানের সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040