লি ছুয়ান
  2020-04-07 14:36:10  cri

লি ছুয়ান, ১৯৬৯ সালের ১২ অক্টোবর চীনের শাংহাই শহরে জন্মগ্রহণ করেন। তিনি হলেন চীনের মূল ভূভাগের একজন পুরুষ কন্ঠশিল্পী এবং গীতিকার। তিনি শাংহাই কনজাভোটারি অব মিউজিক থেকে স্নাতক ডিগ্রী লাভ করেন।

৪ বছর বয়স থেকে লি ছুয়ান ক্লাসিক্যাল পিয়ানো বাজানো শিখতে শুরু করেন। প্রতিদিন টানা ৮ ঘন্টা চর্চা করতেন। ১৫ বছর বয়সে লি ছুয়ান নিজের প্রথম গান 'থামা' রচনা করেন। এরপর তিনি শাংহাই কনজাভোটারি অব মিউজিকে ভর্তি হয়ে পিয়ানোর বিভাগে লেখাপড়া শুরু করেন।

১৯৯৫ সালে চীনের হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে 'শাংহাই, হংকং ও ম্যাকাও-এর নতুন কন্ঠশিল্পীর' প্রতিযোগিতা আয়োজিত হয়। লি ছুয়ান এতে অংশগ্রহণ করেন। একই বছরের অগাস্ট মাসে লি ছুয়ানের প্রথম অ্যালবাম 'শাংহাই স্বপ্ন' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'তুমি আস্তে যাও', 'তোমার জন্য একটি গান রচনা করি'সহ দশটি গান।

১৯৯৭ সালের জানুয়ারি মাসে, লি ছুয়ানের দ্বিতীয় অ্যালবাম 'হৃদয়ের দুনিয়া' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'আমি তোমার দুনিয়ায় প্রবেশ করতে পারি না', 'ভালোবাসা কী?'-সহ দশটি প্রেমের গান।

২০০০ সালের ফেব্রুয়ারি মাসে, লি ছুয়ানের তৃতীয় অ্যালবাম 'ইস্পাতের তারে হাঁটা পুরুষ' রিলিজ হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'ইস্পাতের তারে হাঁটা পুরুষ', 'কেঁদেছি'-সহ ১১টি প্রেমের গান।

২০০০ সালে লি ছিয়ান 'ইস্পাতের তারে হাঁটা পুরুষ' গানের জন্য জনপ্রিয় পেশাদার গীতিকারের পুরস্কার পান।

২০০১ সালে লি ছুয়ান 'প্রথম চাইনিস মিউজিক অ্যাওয়াডর্সের' শ্রেষ্ঠ বার্ষিক গীতিকারের পুরস্কার লাভ করেন। একই বছরের ১৭ নভেম্বর লি ছুয়ানের চতুর্থ অ্যালবাম 'দ্বীপের মাঝখানে' বাজারে আসে। এতে অন্তর্ভুক্ত আছে 'আমার কাছে বসো', 'সময় উড়ে চলে গেছে'সহ ১০টি গান।

২০০২ সালে লি ছুয়ান দ্বিতীয় 'গ্লোবল চাইনিস মিউজিক অ্যাওয়াডর্সের' শ্রেষ্ঠ গীতিকারের পুরস্কার পেয়েছেন।

২০০৩ সালে তাঁর গাওয়া 'ভবঘুরে কুকুর' '২৬তম হংকংয়ের টপ টেন চাইনিস সং আওয়াডর্সের' সবচেয়ে জনপ্রিয় চীনা ভাষা গানের পুরস্কার পেয়েছে। একই বছরের ১৩ অক্টোবর, তাঁর পঞ্চম অ্যালবাম '২০৪৬' প্রকাশিত হয়। এতে অন্তর্ভুক্ত রয়েছে 'রঙিন বিশ্ব'-সহ ১০টি সুন্দর গান।

২০০৪ সালে লি ছুয়ান দ্বিতীয় 'সাউথ-ইস্ট চায়নিস মিউজিক অ্যাওয়াডর্সের' মূল ভূভাগের শ্রেষ্ঠ পুরুষ কন্ঠশিল্পীর পুরস্কার লাভ করেন।

প্রিয় শ্রোতাবন্ধুরা, আজকের অনুষ্ঠানে আপনাদেরকে চীনের জনপ্রিয় কণ্ঠশিল্পী লি ছুয়ান-এর সঙ্গে পরিচয় করিয়ে দিলাম এবং তার কণ্ঠে কয়েকটি সুন্দর গান শোনালাম। আশা করি, গানগুলো আপনাদের ভালো লেগেছে। আজকের অনুষ্ঠান এখানেই শেষ হলো। সবাই ভালো থাকুন, সুন্দর থাকুন। পরের আসরে আবারও কথা হবে। (শুয়েই/আলিম/সুবর্ণা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040