আজকের টপিক: লকডাউন থেকে মুক্তির জন্য প্রস্তুত উ হান
  2020-04-07 14:32:39  cri

প্রিয় দর্শক, যদি আপনাকে 'কী ধরনের জীবন সুখী জীবন' এমন প্রশ্ন জিজ্ঞেস করি, তাহলে আপনার উত্তর কি হবে?

প্রত্যেকের কাছে সুখী জীবনের ধারণা ভিন্ন রকমের হতে পারে। কিন্তু বর্তমানে উ হান জনগণের কাছে এই উত্তর খুব সহজ, কারণ আগামীকাল, আর কয়েক ঘন্টা পরে উ হান শহর দুই মাসেরও বেশি সময়ের লকডাউন অবস্থা থেকে মুক্তি পাবে। মহামারির সঙ্গে চীনাদের, বিশেষ করে উ হান জনগণের এই লড়াইয়ে আমরা প্রাথমিকভাবে জয়ী হয়েছি। তাই এমন মুহূর্তে এমন জীবন খুব সুখের : অফিসে গিয়ে কাজ করতে পারেন, শপিং মলে গিয়ে কেনাকাটা করতে পারেন, পার্কে গিয়ে বসন্তের সুন্দর দৃশ্য উপভোগ করতে পারেন—এ হচ্ছে স্বাভাবিক জীবন, সুখী জীবন। আগামীকাল অর্থাত্ ৮ এপ্রিল, চীনের উ হান লকডাউন থেকে মুক্তি হবে। তাহলে উ হান শহরের বর্তমান অবস্থা কেমন, উ হান শহর কি এতে প্রস্তুত? ভাইরাস প্রতিরোধে অর্জিত সাফল্যকে সুসংবদ্ধ করার জন্য উ হান শহর আরো কি কি ব্যবস্থা নেবে? বিস্তারিত শুনুন 'আজকের টপিক' অনুষ্ঠান।

(শুয়েই/আলিম)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040