টানা দু'দিন ইতালিতে কোভিড-১৯-এ শনাক্ত ব্যক্তির সংখ্যা বৃদ্ধির হার কমেছে
  2020-04-07 14:05:14  cri
এপ্রিল ৭: গতকাল (রোববার) ইতালির কর্তৃপক্ষের সূত্রে জানা গেছে, এদিন সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশটিতে কোভিড-১৯ আক্রান্তের সংখ্যা ছিল ১ লাখ ৩২ হাজার ৫৪৭ জন, যা আগের দিনের তুলনায় ৩৫৯৯ জন বেশি। অবশ্য, এ নিয়ে টানা দুই দিন ইতালিতে ভাইরাসে আক্রান্ত ব্যক্তির সংখ্যা বৃদ্ধির হার হ্রাস পেলো।

ইতালির একজন সরকারি কর্মকর্তা এক নিয়মিত প্রেস ব্রিফিংয়ে বলেন, ইতালিতে এ পর্যন্ত মহামারীতে মারা গেছেন ১৬ হাজার ৫২৩ জন এবং সুস্থ হয়েছে ২২ হাজার ৮৩৭ জন। আক্রান্তদের মধ্যে ৬০ সহস্রাধিক নিজ নিজ বাড়িতে কোয়ারেন্টিনে আছেন এবং ২৮ হাজার ৯৭৬ জন হাসপাতালে চিকিত্সাধীন আছেন। এদের মধ্যে ৩৮৯৮ জন আছেন আইসিইউ-তে । (সুবর্ণা/আলিম/মুক্তা)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040