যুক্তরাষ্ট্র থেকে কানাডায় চিকিত্সাসামগ্রী রপ্তানিতে নিষেধাজ্ঞার কারণে অন্টারিওতে সংকট
  2020-04-07 13:51:42  cri
এপ্রিল ৭: গতকাল (সোমবার) কানাডার অন্টারিও প্রদেশের গভর্নরের কার্যালয় থেকে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, যুক্তরাষ্ট্র থেকে কানাডায় চিকিত্সা-সামগ্রী রপ্তানির ওপর নিষেধাজ্ঞার কারণে অন্টারিও প্রদেশে মাস্ক, চশমা ও প্রোটেকটিভ পোশাকসহ বিভিন্ন চিকিত্সা-সামগ্রীর সংকট দেখা দিয়েছে; মজুত সামগ্রীতে মাত্র এক সপ্তাহ চলবে।

বিবৃতিতে আরও বলা হয়, অন্টারিও সরকার যুক্তরাষ্ট্রের সঙ্গে এ ব্যাপারে যোগাযোগ অব্যাহত রেখেছে এবং সেখান থেকে প্রয়োজনীয় সামগ্রী আনার জন্য চেষ্টা করে যাচ্ছে।

উল্লেখ্য, কানাডার সবচেয়ে জনবহুল প্রদেশ অন্টারিও-তে ইতোমধ্যে ৪৩৪৭ জন কোভিড-১৯ ভাইরাসে আক্রান্ত হয়েছেন এবং ১৩২ জন মারা গেছেন। (স্বর্ণা/আলিম/ছাই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040