ইইউ'র জরুরি তহবিলে ৭ বিলিয়ন ইউরো দেবে জার্মানি: অ্যাঙ্গেলা মার্কেল
  2020-04-07 11:12:35  cri
এপ্রিল ৭: অর্থনীতির ওপর কোভিড-১৯ মহামারীর নেতিবাচক প্রভাব মোকাবিলায়, ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)-র জরুরি তহবিলে ৭ বিলিয়ন ইউরো দেবে জার্মানি। গতকাল (সোমবার) জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল কোয়ারেন্টিনশেষে আয়োজিত তার প্রথম সাংবাদিক সম্মেলনে এ কথা জানান।

সাংবাদিক সম্মেলনে মার্কেল বলেন, এ ভাইরাস ইইউ প্রতিষ্ঠার পর জোটটির জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ। তার দেশ ইউরোপীয় কমিশনের জরুরি তহবিল গঠনের সিদ্ধান্তকে স্বাগত জানায়।

তিনি জোর দিয়ে বলেন, জার্মানি ও ইইউ'র উচিত ভাইরাস প্রতিরোধমূলক সামগ্রী উত্পাদনের সামর্থ্য বাড়ানো। (ছাই/আলিম/ফেই)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040