কোভিড-১৯ মহামারি বিশ্ব ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনবে : সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী
  2020-04-06 19:57:15  cri

এপ্রিল ৬: সাবেক মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হেনরি কিসিঞ্জার 'ওয়াল স্ট্রিট জার্নালে' এক প্রবন্ধে বলেন, কোভিড-১৯ মহামারী বিশ্বব্যাপী ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এটি বিশ্ব ব্যবস্থায় দীর্ঘমেয়াদি পরিবর্তন আনবে।

প্রবন্ধে তিনি বলেন, বর্তমানে যুক্তরাষ্ট্রে মানুষের মতামতে অনেক বৈষম্য করা হয়। তাই একটি দক্ষ, দূরদৃষ্টিসম্পন্ন সরকার প্রয়োজন, যে এ সমস্যা মোকাবিলা করতে পারবে।

তিনি দেশের অভ্যন্তরীণ রাজনীতিতে বা আন্তর্জাতিক কূটনীতিতে সব পক্ষকে সংযম বজায় রাখা এবং মহামারী প্রতিরোধকাজকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার আহ্বান জানান।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040