তালিবানের সঙ্গে শান্তিচুক্তি লঙ্ঘন করেছে যুক্তরাষ্ট্র: তালিবানের অভিযোগ
  2020-04-06 19:09:02  cri

এপ্রিল ৬: রোববার তালিবান গোষ্ঠীর এক বিবৃতিতে অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা যুক্তরাষ্ট্র-তালিবান শান্তিচুক্তি লঙ্ঘন করেছে। আটক ৫০০০ তালিবান সদস্যের মুক্তি দেওয়া এবং তালিবানের ওপর বিমান হামলারও অভিযোগ করে তারা। পাশাপাশি, যুক্তরাষ্ট্রকে সার্বিকভাবে এ চুক্তি পালন করার আহ্বান জানায় তালিবান।

গত ২৯ ফেব্রুয়ারি, যুক্তরাষ্ট্র আফগান তালিবান গোষ্ঠীর সঙ্গে শান্তিচুক্তি স্বাক্ষর করে। পাশাপাশি, আফগান সরকারের সঙ্গে একটি যৌথ বিবৃতি প্রকাশ করে। চুক্তি অনুযায়ী, তালিবান ও আফগান সরকার ১০ মার্চ আলোচনা করে এবং তার আগে আফগান সরকার ৫০০০জন তালিবান বন্দিকে মুক্তি দেওয়ার কথা। জবাবে তালিবান গোষ্ঠীও ১০০০ সরকারি কর্মকর্তাকে মুক্তি দেবে।

প্রথম দফায় ১৪ মার্চ বন্দি বিনিময় হওয়ার কথা ছিল। পরবর্তীতে তা পিছিয়ে দেওয়া হয়।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040