কোভিড-১৯ রোগে আক্রান্ত ব্রিটিশ প্রধানমন্ত্রী হাসপাতালে ভর্তি
  2020-04-06 18:47:48  cri

এপ্রিল ৬: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর আগে তিনি বিচ্ছিন্ন অবস্থায় বা কোয়ারেন্টিনে ছিলেন। ৫ এপ্রিল সন্ধ্যায় তিনি হাসপাতালে গিয়ে সাস্থ্য পরীক্ষা করেন। দেশটির প্রধানমন্ত্রী ভবন এক বিবৃতিতে জানায়, ১০ দিন পর প্রধানমন্ত্রীর জ্বরসহ অন্যান্য লক্ষণ দেখা দেয়। চিকিৎসকের প্রস্তাবে তিনি হাসপাতালে ভর্তি হন। এটি সাবধানতামূলক ব্যবস্থা। বিবৃতিতে জোর দিয়ে বলা হয়, প্রধানমন্ত্রীর রোগ গুরুতর নয়।

গতকাল (শনিবার) ব্রিটেনের রানী দ্বিতীয় এলিজাবেথ একটি বিশেষ টেলিভিশন ভাষণ দেন। তিনি চিকিৎসক ও নার্সদের ধন্যবাদ জানান এবং ব্রিটেনের জনগণকে শৃঙ্খলা, দৃঢ়তা ও সাহসের সঙ্গে মহামারি মোকাবিলার আহ্বান জানান।

এদিকে, ব্রিটিশ স্বাস্থ্য মন্ত্রণালয় রোববার জানায়, দেশে কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে ৪৭,৮০৬জন; যা আগের দিনের চেয়ে ৫৯০৩জন বেশি। পাশাপাশি, মারা গেছে ৪,৯৩৪জন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040