৫ এপ্রিল চীনের মূল-ভূখণ্ডে নতুন ৩৯জন কোভিড-১৯ রোগী শনাক্ত
  2020-04-06 18:36:01  cri

এপ্রিল ৬: চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন আজ (সোমবার) জানায়, রোববার চীনের মূল-ভূখণ্ডে নতুন করে ৩৯জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে। এর মধ্যে ৩৮জন হলেন বিদেশ থেকে আগত মানুষ। একজন স্থানীয় আক্রান্ত (কুয়াংতোং প্রদেশে)। নতুন একজন মারা গেছেন (হুপেই প্রদেশে)। এ ছাড়া, বিদেশ থেকে আগত আরও ১০জন সন্দেহভাজন আক্রান্ত মানুষ রয়েছেন। এদিন নতুন করে ১১৪জন সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন।

বিদেশ থেকে চীনে আসা মানুষদের মধ্যে আক্রান্ত ৬৯৩জনকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ২২জনের অবস্থা গুরুতর।

তবে, রোগের লক্ষণ ছাড়া নতুন আক্রান্ত মানুষের সংখ্যা ৭৮জনে উন্নীত হয়েছে। এদের মধ্যে বিদেশ থেকে চীনে এসেছে ৪০জন।

এ পর্যন্ত চীনের হংকং, ম্যাকাও ও তাইওয়ান অঞ্চলে নিশ্চিত আক্রান্ত হয়েছে ১২৯৭জন। এর মধ্যে হংকং বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৮৯০জন, ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলে ৪৪জন ও তাইওয়ান অঞ্চলে ৩৬৩জন রয়েছেন।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040