বাংলাদেশে করোনায় আরও ১ জনের মৃত্যু, ২৪ ঘন্টায় আক্রান্ত রেকর্ড ১৮
  2020-04-05 20:48:56  cri

রোববার পর্যন্ত ২৪ ঘন্টায় দেশে রেকর্ড ১৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৮৮ জনে। নতুন এক জনের মৃত্যুসহ মোট মারা গেছেন ৯ জন। সুস্থ হয়েছেন ৩৩ জন। চিকিৎসাধীন রয়েছেন ৪৬ জন।

রোববার স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত ব্রিফিংয়ে এ সব তথ্য জানানো হয়। সবশেষ আক্রান্ত ১৮ জনের ১২ জনই ঢাকার। ব্রিফিংয়ে জানানো হয় করোনায় সীমিত সামাজিক সংক্রমণ এখনো এলাকাভিত্তিক। ঢাকার মিরপুরের টোলারবাগ, বাসাবো; ঢাকার বাইরে নারায়ণগঞ্জ, মাদারিপুর ও গাইবান্ধা ঝুঁকিপূর্ণ। ব্রিফিংয়ে যুক্ত হয়ে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক জনসমাগম বাড়লে করোনার মাত্রা বাড়ার আশঙ্কা প্রকাশ করেছেন। এদিকে সরকার আগামী ১৪ এপ্রিল বাংলা নববর্ষ পর্যন্ত ছুটি বাড়ানোর ঘোষণা দিয়েছে।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040