৭২ হাজার কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  2020-04-05 20:39:26  cri

করোনা প্রভাব মোকাবেলা করে দেশের অর্থনীতিকে রক্ষায় ৭২ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার গণভবন থেকে অনলাইন সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেন প্রধানমন্ত্রী। জানান, বাণিজ্যিক ব্যাংকগলো ক্ষতিগ্রস্ত শিল্প প্রতিষ্ঠানগুলোকে ৯ শতাংশ সুদে ওয়ার্কিং ক্যাপিটল দেবে। এ সুদের অর্ধেকটা ভর্তুকি হিসেবে দেবে সরকার। এছাড়া সংকট মোকাবেলায় তাৎক্ষণিক, স্বল্প, মধ্য ও দীর্ঘমেয়াদি কর্মপরিকল্পনার কথা জানান শেখ হাসিনা। গরীবদের বিনামূল্যে খাদ্য, ১০ টাকা দরে চাল বিক্রি, বিধবা ও বয়স্কভাতা বাড়ানোর পাশাপাশি গৃহহীনদের জন্য গৃহনির্মার্ণের পরিকল্পনার কথাও জানান তিনি। সরকার আগাম উদ্যোগ নেওয়ায় দেশে করোনা নিয়ন্ত্রণে রয়েছে বলেও জানান প্রধানমন্ত্রী।

মাহমুদ হাশিম, ঢাকা থেকে।

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040