মার্কিন রণতরীর ক্যাপ্টেনকে পদচ্যুত করে কি লুকাতে চায় যুক্তরাষ্ট্র – সিআরআই সম্পাদকীয়
  2020-04-05 18:34:41  cri

এপ্রিল ৫: কোভিড-১৯ রোগ ছড়িয়ে পড়ায় মার্কিন রণতরীর সেনাদের রক্ষা করার আহ্বানসংক্রান্ত একটি চিঠির কারণে, পরমাণুচালিত থিওডর রুজভেল্টের ক্যাপ্টেন ব্রেট ক্রোজিয়ারকে ৩ এপ্রিল পদচ্যুত করা হয়। এর মাধ্যমে কী লুকাতে চায় যুক্তরাষ্ট্র ? এমন প্রশ্ন তুলেছে চীন আন্তর্জাতিক বেতার বা সিআরআই সম্পাদকীয়।

যুক্তরাষ্ট্রের সাবেক ভাইস প্রেসিডেন্ট জো বাইডেন এ সিদ্ধান্তের সমালোচনা করেছেন এবং ইতোমধ্যে অনেক মার্কিন নাগরিক সামাজিক মাধ্যমে ক্যাপ্টেনকে দায়িত্ব ফিরিয়ে দেওয়ার দাবি জানিয়েছেন।

এদিকে ক্যাপ্টেনের পদচ্যুতি সম্পর্কে মার্কিন কর্তৃপক্ষ জানায়:

প্রথমত, গোপন তথ্য প্রকাশ করেছেন ক্রোজিয়ার। তাঁকে পদচ্যুত করা হচ্ছে একটি শাস্তি

দ্বিতীয়ত, থিওডোর রুজভেল্টে অনেক বেশি কোভিড-১৯ ছড়িয়ে পড়েছে। এ দায় ক্যাপ্টেনের।

তৃতীয়ত, গোপন তথ্য প্রকাশের জন্য তাকে শাস্তি দিতে হবে; যাতে এমন ঘটনা আর না ঘটে।

মার্কিন বাহিনীর উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের দেশটির জনগণ ও সেনাদের প্রাণ বাঁচানোর জন্য বাস্তবসম্মত আচরণ করার দাবি জানানো হয় সিআরআইয়ের সম্পাদকীয়তে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040