আকাশ: বন্ধুরা, এখন নভেল করোনাভাইরাস নিউমোনিয়া তথা কোভিড-১৯ প্রতিরোধের লড়াইয়ের একটি গুরুত্বপূর্ণ সময়।কোভিড-১৯ প্রতিরোধে চীন বাংলাদেশকে সহায়তা করছে। আমরা প্রথম এ সম্পর্কে একটি খবর আপনাদের সাথে শেয়ারকরছি।
সম্প্রতি চীন বাংলাদেশকে জরুরি সহায়তা কোভিড-১৯ প্রতিরোধক সামগ্রী হস্তান্তর অনুষ্ঠান দেশের রাজধানী ঢাকায় অনুষ্ঠিত হয়। ঢাকায় নিযু্ক্ত চীনা রাষ্ট্রদূত লি মিং চি , বাংলাদেশের সাস্ব্য বিশেয়ক কর্মকর্তা উপস্থিতি ছিলেন এবং বক্তব্য দিয়েছেন।
চীনা রাষ্ট্রদূত জানান,বাংলাদেশে কোভিড-১৯ প্রকোপ দেখা দেওয়ার পর, চীনা সরকার তার উপর নজর রেখে আসছে। চীনের প্রতিরোধক অবস্থা এখনও কঠিন। এ প্রেক্ষাপটেও,নিজের ক্ষমতার আওতায়, ১২ দিনের মধ্যে বাংলাদেশে সহায়তা সামগ্রী পাঠিয়েছে চীন । বাংলাদেশের সাধীনতা দিবসে বাংলাদেশের জনগণের জন্য এ সহায়তা হচ্ছে চীনের জনগণের একটি বিশেষ উপহার।চীন বাংলাদেশের জনগণের পাশে দাঁড়িয়েছে এবং সমর্থন ও সহায়তা দিয়ে যাবে। কোভিড-১৯ প্রতিরোধের জন্য বাংলাদেশের সরকারের কার্যকর ব্যবস্থা ও বাংলাদেশের জনগণের প্রচেষ্টার প্রশংসা করে চীন। বাংলাদেশ কোভিড-১৯ ছড়িয়ে পড়া ঠেকাতে পারবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বাংলাদেশের কর্মকর্তা জানান, বাংলাদেশেরপ্র ধানমন্ত্রী শেখ হাসিনা ২৫ মার্চ কোভিড-১৯ প্রতিরোধের জন্য দেশের জনগণকে আহবান জানানোর পর, চীনের সরকার বাংলাদেশের সরকারকে এ মূল্যবান প্রতিরোধক সামগ্রী সহায়তা দিয়েছে। বাংলাদেশের সরকার ও জনগণ চীনের সরকার ও জনগণকে ধন্যবাদ জানায়। চীনের সহায়তা হচ্ছে সময়মত ও শক্তিশালি; এতে চীন ও বাংলাদেশের কৌশলগত সুসম্পর্ক প্রতিফলিত হয়। চীন চীরকাল বাংলাদেশের সবচেয়ে ভাল বন্ধু। কোভিড-১৯ প্রতিরোধে চীনের অভিজ্ঞতা বাংলাদেশের জন্য অতন্ত গুরুত্বপূর্ণ। চীনের সাথে বাংলাদেশ সরকার অব্যাহতভাবে সহযোগিতা করবে বলে তিনি উল্লেখ করেন।
এদিকে, বাংলাদেশে কোভিড১৯ প্রতিরোধে সহায়তার জন্য সম্প্রতি চীনের Jack Ma ফাউন্ডেশন ও alibaba foundation বাংলাদেশের জন্য ৩০০০০ টেস্ট কিট ও ৩ লাখ মাস্ক দান করে।ওদিকে, Overseas Chinese Association in Bangladesh-এর প্রধান লিও চুয়াং Overseas Chinese Association in Bangladesh-এর পক্ষ থেকে বাংলাদেশ পুলিশকে এক লাখ মাস্ক, ৫০০০টি প্রতিরক্ষামূলক গাউন, ৫ হাজার টেস্ট কিট, ১০০ কেজি জীবাণুনাশক ও ৫০ কেজি তরল সাবান দান করেন। এতে বাংলাদেশের জনগণের জন্য বাংলাদেশে বসবাসরত চীনাদের ভালবাসা প্রকাশিত হয়েছে।