মার্কিন কিছু রাজনীতিবিদ কোভিড-১৯ প্রতিরোধে চীনের ত্যাগের মুখে কালি লেপন করছে
  2020-04-04 19:45:50  cri

এপ্রিল ৪: শনিবার হচ্ছে চীনের ঐতিহ্যবাহী সমাধি পরিচ্ছন্নকরণ দিবস। এ দিনটিতে দেশব্যাপী মহামারিতে নিহতদের স্মরণে জাতীয় শোক পালন করা হয়। এতে কোভিড-১৯ মহামারীর বিরুদ্ধে লড়াইয়ে প্রাণ উৎসর্গকারী বীর ও নিহতদেরকে শোক জানানো হয়। কিন্তু কিছু মার্কিন রাজনীতিবিদ কোভিড-১৯ প্রতিরোধে চীনের ত্যাগের মুখে কালি লেপনের চেষ্টা করছে, যা কখনোই সফল হবে না বলে মন্তব্য করেছে সিআরআই সম্পাদকীয়।

বিগত দু' মাসের বেশি সময়ে, শক্তিশালী মহামারীর বিরুদ্ধে চীন যুদ্ধ করে আসছে এবং গুরুত্বপূর্ণ সাফল্য অর্জন করেছে। চীন মহামারী প্রতিরোধে বিশ্বের প্রথম প্রতিরক্ষা ক্ষেত্রে যুদ্ধ করেছে ও বিশ্বকে এ রোগ প্রতিরোধে মূল্যবান সময় দিয়েছে। এজন্য চীন বিপুল ত্যাগ স্বীকার করেছে ও ক্ষতিগ্রস্ত হয়েছে।

কোভিড-১৯ এর বিরুদ্ধে যুদ্ধে চীনে মোট তিন হাজারেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছে। সমাধি পরিচ্ছন্নকরণ দিবসে জাতীয় শোক কার্যক্রমের মাধ্যমে চীন নিহতদের প্রতি শোক জানায় ও তাদের স্মরণ করে।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী পম্পেও জি-৭ পররাষ্ট্রমন্ত্রীদের সম্মেলনের বিবৃতিতে 'উহান ভাইরাস' লেখার অপচেষ্টা চালান এবং চীনের বিরুদ্ধে ভিত্তিহীন অভিযোগ করেন। এসব আচরণ নিন্দনীয় বলে উল্লেখ করা হয় সম্পাদকীয়তে।

(আকাশ/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040