মহামারির কারণে অনলাইনে শ্রদ্ধা জানানোর প্রস্তাব দিয়েছে চীন
  2020-04-04 17:01:42  cri

৪ এপ্রিল: আজ (শনিবার) চীনের ছিংমিং উত্সব, সাধারণত এদিন মানুষ কবরস্থানে গিয়ে মৃতদের পরিবারে শ্রদ্ধা জানায়। চলতি বছর কোভিড-১৯ মহামারি বিশেষ পরিস্থিতিতে, অনলাইন স্মারক অনুষ্ঠান বা বুকিং দিয়ে কবরস্থানে গিয়েছে চীনের মানুষ।

হুপেইসহ চীনের ৯টি প্রদেশে কবরস্থানে 'শ্রদ্ধা অনুষ্ঠান' বন্ধ করার ঘোষণা দেওয়া হয়েছে। অন্য প্রদেশে রিজার্ভেশন বা কবরস্থানে মানুষের যাতায়াত নিয়ন্ত্রণে নানা ব্যবস্থা নেওয়া হয়েছে। বেইজিংয়ে চালু হয়েছে রিজার্ভেশন ব্যবস্থা। যারা আগে থেকে বুকিং দেবে তারাই কবরস্থানে যেতে পারবে এবং যাবার সময় মাস্ক পরতে ও আইডি কার্ড সঙ্গে নিতে হবে। পাশাপাশি দেহের তাপমাত্রা মাপতে হবে এবং তার আগে ১৪ দিনের কোয়ারেন্টিন শেষ করতে হবে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040