তেলের বাজার স্থিতিশীল করতে যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা করতে চায় রাশিয়া
  2020-04-04 16:52:57  cri

এপ্রিল ৪: রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন গতকাল (শুক্রবার) মন্ত্রিসভা ও জাতীয় জ্বালানি কোম্পানির দায়িত্বশীল ব্যক্তিদের সঙ্গে এক ভিডিও সম্মেলন করেন। পুতিন বলেন, বর্তমানে বিশ্বের জ্বালানি খাত ক্রমেই জটিল হচ্ছে। কোভিড-১৯ মহামারি বিশ্ব অর্থনীতির প্রায় সব খাতে প্রভাব ফেলেছে। জ্বালানি তেলের ভোগ ও চাহিদা তীব্রভাবে হ্রাস পেয়েছে। তেলের দাম দ্রুত পড়ে যাচ্ছে এবং ভবিষ্যতে অর্থনীতি পুনরুদ্ধার সময় তেলের দাম বৃদ্ধি এড়ানোর জন্য তেল বাজারের স্থিতিশীলতা বজায় রাখা উচিত্।

পুতিন আরও বলেন, যুক্তরাষ্ট্র ও ওপেক দেশগুলোর সঙ্গে সমন্বয় করে তেল বাজারের দীর্ঘ সময়ের স্থিতিশীলতা বজায় রাখতে চায় রাশিয়া। পাশাপাশি গড়ে প্রতিদিন ১ কোটি ব্যারেল তেল উত্তোলন কমানোর পরিকল্পনা নিয়ে আলোচনা করতে চান তিনি।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040