বিশ্ব জুড়ে কোভিড-১৯ রোগে আক্রান্ত ১০ লাখের বেশি, মৃত্যু ৫০ হাজার ছাড়িয়েছে
  2020-04-04 16:03:33  cri

এপ্রিল ৪: স্থানীয় সময় গতকাল (শুক্রবার) বিশ্ব স্বাস্থ্য সংস্থা (হু)-এর মহাপরিচালক তেদ্রোস আধানম এক সাংবাদিক সম্মেলনে বলেন, বিশ্বব্যাপী ১০ লাখের বেশি মানুষ কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছে। আর মারা গেছে ৫০ হাজারের বেশি মানুষ।

পরিসংখ্যান অনুযায়ী, মধ্য ইউরোপীয় সময় শুক্রবার সকাল ১০টা পর্যন্ত, বিশ্বে নতুন করে ৭৫৮৫৩জন কোভিড-১৯ রোগী পাওয়া গেছে এবং মারা গেছে ৪৮২৩জন।

বিশ্বের ২০৬টি দেশ ও অঞ্চলে কোভিড-১৯ রোগী নিশ্চিত হয়েছে। যুক্তরাষ্ট্রে নিশ্চিত রোগী ২ লাখ ৭০ হাজারের বেশি এবং ইতালি ও স্পেনে রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

(শিশির/তৌহিদ/রুবি)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040