কোভিড-১৯ প্রতিরোধে প্রাণ উৎসর্গকারী বীর ও নিহতদের প্রতি সি চিন পিংসহ চীনা নেতা ও চীনা জাতির শোক
  2020-04-04 15:11:12  cri

এপ্রিল ৪: শনিবার চীনের ঐতিহ্যবাহী সমাধি পরিচ্ছন্নকরণ দিবস; একই সঙ্গে রাষ্ট্রীয়ভাবে দেশজুড়ে শোক পালন করা হচ্ছে। এদিন গোটা চীনের বিভিন্ন জাতির মানুষ কোভিড-১৯ প্রতিরোধে প্রাণ উৎসর্গকারী বীর ও নিহতদের প্রতি শোক জানিয়েছেন।

 চীনের প্রেসিডেন্ট সি চিন পিং, চীনা প্রধানমন্ত্রী লি খ্য ছিয়াং ও অন্যান্য নেতৃবৃন্দ রাজধানী বেইজিংয়ে কোভিড-১৯ মহামারি প্রতিরোধে প্রাণ উত্সর্গকারী বীর ও নিহতদের জন্য শোক প্রকাশ করেন। এ সময় তাঁরা নীরবতা পালন করেছেন। কোভিড-১৯ গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর দেশজুড়ে ছড়িয়ে পড়া সবচেয়ে কঠিন গণস্বাস্থ্য বিপর্যয়কর ঘটনা। এ লড়াইয়ে বেশ কয়েকজন চিকিত্সক ও নার্স, সেবাকর্মী ও কমিউনিটি কর্মী মারা গেছেন। তাদের স্মরণে গোটা চীনে শনিবার সব বিনোদন বন্ধ রাখা হয়েছে।

সকাল দশটায় বিমান প্রতিরক্ষা সতর্কতাও বজায় রাখা হয়। বেইজিংয়ের চুংনানহাইয়ের হুয়াই রেন থাংয়ের সামনে জাঁকজমকপূর্ণভাবে শোক অনুষ্ঠানের আয়োজন করা হয়। চীনের প্রেসিডেন্ট সি চিন পিং সাদা ফুল গায়ে জড়িয়ে ৩ মিনিট নীরবে দাঁড়িয়ে থাকেন। এ সময় হুপেই প্রদেশ ও দেশের বিভিন্ন স্থানে সবাই দাঁড়িয়ে নীরবতা পালন করেন। গাড়ি, ট্রেন ও জাহাজ বন্ধ করে নীরবতা পালন করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যমে লোকজন নানাভাবে শোক প্রকাশ করে।

উহানের এক ব্যক্তি বলেন, যারা মারা গেছেন, আমরা চিরদিন তাদের মনে রাখব। দুঃখ কাটিয়ে উঠে তাদের প্রাণের বিনিময়ে পাওয়া এ সময় হলো সবচেয়ে সুন্দর উপহার। হুপেই প্রদেশে সহায়তাকারী চিকিত্সক বলেন, এ লড়াইয়ের অর্জন হলো, কঠিনতা থেকে বড় হওয়া ও কষ্ট জয় করা। (রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040