গোটা চীনে জাতীয় শোক পালিত: সিআরআই সম্পাদকীয়
  2020-04-04 11:50:00  cri

এপ্রিল ৪: আজ ৪ এপ্রিল চীনের ছিং মিং উৎসব। এদিন চীনারা পূর্বপুরুষদের কবরে ফুল দেন ও শহীদদের শ্রদ্ধা জানান। গণপ্রজাতন্ত্রী চীন প্রতিষ্ঠার পর কোভিড-১৯ সবচেয়ে বেশি ছড়িয়ে পড়ে এবং সর্বোচ্চ গণস্বাস্থ্য বিপর্যয় সৃষ্টি করে। শুক্রবার রাত ১২টা পর্যন্ত এ ভাইরাসে আক্রান্ত হয়ে ৩৩২৬জন মারা গেছেন। আজকের এ বিশেষ দিনে গোটা চীনে জাতীয় শোক ঘোষণা করা হয় এবং তিন মিনিট নীরবতা পালন করা হয়। সিআরআই সম্পাদকীয়তে এসব কথা বলা হয়েছে।

গুরুতর কোভিড-১৯ সংক্রমিত হুপেই প্রাদেশিক সরকার সম্প্রতি ওয়াং বিন, লিউ চি মিং ও লি ওয়েন লিয়াংসহ ১৪জনকে কোভিড-১৯ প্রতিরোধে প্রাণ উৎসর্গকারী বীর হিসেবে স্বীকৃতি দিয়েছে। এ পর্যন্ত চীনে মোট ৪৬জন চিকিৎসাকর্মী মহামারি প্রতিরোধে প্রাণ হারিয়েছেন। গত দু'মাসে প্রদেশটিতে ১৫০০জনেও বেশি চিকিৎসক ও নার্স এ ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তারা এ লড়াইয়ে ভয় না পেয়ে নিরলস পরিশ্রম করেছেন।

বর্তমানে মহামারি প্রতিরোধকাজে সফলতা দেখা দিয়েছে। আজকের এ বিশেষ দিনে গোটা চীনের ১৪০ কোটি মানুষ বিভিন্ন পদ্ধতিতে নিহত ও বীরদের স্মরণ করেন।

আগামী ৮ এপ্রিল উহান শহর থেকে লকডাইন অবস্থা তুলে নেওয়া হবে। এটা উত্সর্গকারীদের জন্য উপহার।

বর্তমানে আরও অনেক মানুষ কোভিড-১৯ প্রতিরোধের ফ্রন্টে আছেন। তারা প্রতিদিন বিমানবন্দর, কোয়ারেন্টিন হোটেল ও আবাসিক অঞ্চলসহ নানা স্থানে কাজ করছেন। আবার অনেক ডেলিভারি, স্বেচ্ছাসেবক নিরলসভাবে সেবা দিয়ে যাচ্ছেন। তারাও কোভিড-১৯ প্রতিরোধে বড় অবদান রেখেছেন।

মার্কিন সাবেক পররাষ্ট্রমন্ত্রী কিসিঞ্জার বলেছিলেন, 'চীনাদের মধ্যে যারা খুব সাহসী, তারা সব চীনাদের রক্ষা করেন।'

শুধু চীনে নয়, বিশ্বে ছড়িয়ে পড়া কোভিড-১৯ মোকাবিলা করে বিশ্বকে রক্ষা করছেন এরকম অনেক সাহসী মানুষ।

(রুবি/তৌহিদ/শিশির)

© China Radio International.CRI. All Rights Reserved.
16A Shijingshan Road, Beijing, China. 100040